ডিপজল ও জায়েদ খান। কোলাজ ‘ভাইরালম্যান’ হিসেবে পরিচিত জায়েদ খানের ব্যস্ততার যেন শেষ নেই। দেশে-বিদেশে স্টেজ শো-বিজ্ঞাপন করে দুই দিন পরপরই আসছেন আলোচনায়। সম্প্রতি অস্ট্রেলিয়া-লন্ডন শো করে এসেছেন তিনি। তাঁর সাথে ছিলেন নামীদামি তারকারা। দুই দিন আগেই ঈদের শপিংসহ নানা কারণে মুম্বাইও ঘুরে এসেছেন এই অভিনেতা। তবে এবার সালামি নিয়ে আলোচনায় জায়েদ খান। তিনি সালামি নিয়েছেন খল অভিনেতা চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে। ডিপজলের কাছ থেকে সালামি নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জায়েদ খান। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ সালামী কত পেলাম?’ ভিডিওতে দেখা গেছে, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন জায়েদ খান। এরপর তাঁকে এক বান্ডিল টাকা সালামি হিসেবে দেন অভিনেতা ডিপজল।
ডিপজলের কাছ থেকে সালামি নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জায়েদ খান ভিডিওতে জায়েদ খান বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’ এর পরেই ডিপজলের প্রয়াত বড় ভাইয়ের কথা স্মরণ করেন অভিনেতা। পাশাপাশি গাবতলীর পশুর হাট ডিপজল লিজ নিয়েছেন বলেও ভক্তদের জানান জায়েদ খান। যদিও কত টাকা সালামি পেয়েছেন সেটি ভিডিওতে স্পষ্ট করেননি জায়েদ। ভিডিওর শেষে গাবতলীর পশুর হাট প্রসঙ্গে কথা বলেন অভিনেতা ডিপজলও।
জায়েদ খান news by __SK SAGORসামনে কনসার্ট ও বাংলা কার্নিভাল উৎসবে যোগ দিতে দুবাইয়ে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। ২১ জুন দুবাইতে ঈদ উপলক্ষে কনসার্টের আয়োজনও থাকছে। জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ অনেকে। পরদিন দুবাই বাংলা কার্নিভাল উৎসবে যোগ দেবেন এই অভিনেতা।
ভিডিওতে জায়েদ খান বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’ এর পরেই ডিপজলের প্রয়াত বড় ভাইয়ের কথা স্মরণ করেন অভিনেতা। পাশাপাশি গাবতলীর পশুর হাট ডিপজল লিজ নিয়েছেন বলেও ভক্তদের জানান জায়েদ খান। যদিও কত টাকা সালামি পেয়েছেন সেটি ভিডিওতে স্পষ্ট করেননি জায়েদ। ভিডিওর শেষে গাবতলীর পশুর হাট প্রসঙ্গে কথা বলেন অভিনেতা ডিপজলও।
জায়েদ খান news by __SK SAGORসামনে কনসার্ট ও বাংলা কার্নিভাল উৎসবে যোগ দিতে দুবাইয়ে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। ২১ জুন দুবাইতে ঈদ উপলক্ষে কনসার্টের আয়োজনও থাকছে। জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ অনেকে। পরদিন দুবাই বাংলা কার্নিভাল উৎসবে যোগ দেবেন এই অভিনেতা।
Comments
Post a Comment